ওয়াকফ তিন ধরনের পাওয়া যায়। 

এক. ওয়াকফ ফি লিল্লাহশুধু ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে সর্বসাধারণের জন্য যে ওয়াকফ করা হয় 

দুই. ওয়াকফ আলাল আওলাদউৎসর্গকারীর নিজের জন্য বা পরিবার বা বংশধরদের উপকারের জন্য ব্যক্তিগত ওয়াকফ। 

তিন. মিশ্র ওয়াকফধর্মীয় ও দাতব্য প্রকৃতির সর্বজনীন উদ্দেশ্যের পাশাপাশি উৎসর্গকারীর, তার পরিবার ও বংশধরদের ভরণ-পোষণ উভয় উদ্দেশ্যই কাজ করে।

  • বাংলাদেশে ওয়াকফ রেজিস্ট্রেশন এ উক্ত মিশ্র ওয়াকফ নেই.