Portfolio
ওয়াকফ তিন ধরনের পাওয়া যায়।
এক. ওয়াকফ ফি লিল্লাহ – শুধু ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে সর্বসাধারণের জন্য যে ওয়াকফ করা হয়।
দুই. ওয়াকফ আলাল আওলাদ – উৎসর্গকারীর নিজের জন্য বা পরিবার বা বংশধরদের উপকারের জন্য ব্যক্তিগত ওয়াকফ।
তিন. মিশ্র ওয়াকফ – ধর্মীয় ও দাতব্য প্রকৃতির সর্বজনীন উদ্দেশ্যের পাশাপাশি উৎসর্গকারীর, তার পরিবার ও বংশধরদের ভরণ-পোষণ উভয় উদ্দেশ্যই কাজ করে।
- বাংলাদেশে ওয়াকফ রেজিস্ট্রেশন এ উক্ত মিশ্র ওয়াকফ নেই.
