Islam (ইসলাম), Sadaqah, Sadaqah Jariyah, Waqf

Sadaqah Zaria Activities (সদকায়ে জারিয়া কার্যক্রম)

Education, Da’wah and Service etc. Sadaqah Zaria Activities According to Islamic Sharia
(ইসলামী শরিয়া মোতাবেক শিক্ষা, দা’ওয়াহ ও সেবা ইত্যাদি সদকায়ে জারিয়া কার্যক্রম)

রাসুল (সা.) ইরশাদ করেন, ‘মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় বান্দার সাতটি আমলের প্রতিদান অব্যাহত থাকে,
(১) যে ব্যক্তি ইলম শিক্ষা দেবে অথবা
(২) নদী খননের ব্যবস্থা করবে অথবা
(৩) কূপ খনন করবে অথবা
(৪) কোনো খেজুরগাছ রোপণ করবে অথবা
(৫) মসজিদ নির্মাণ করবে অথবা
(৬) কোরআন (তিলাওয়াতের জন্য অথবা এর আহকাম জীবনে বাস্তবায়নের জন্য) কাউকে দান করবে অথবা
(৭) এমন কোনো সন্তান রেখে যাবে, যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করবে।’
(মুসনাদে বাজজার, হাদিস : ৭২৮৯; সহিহুত তারগিব, হাদিস : ৭৩)

ক. শিক্ষা ও দা’ওয়াহ  কার্যক্রম সমূহ

১. পাঠাগার [প্রথাগত / প্রিন্টেড ও ইলেকট্রনিক] প্রতিষ্ঠা ও
বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন পাঠাগার নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হয়ে জ্ঞান বিতরণ ও চর্চার সুযোগ তৈরী করা।

২. দেশী – বিদেশী বিভিন্ন ছোট – বড় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে বিনামূল্যে / স্বল্পমূল্যে ইসলামিক শিক্ষা বিস্তারের সুযোগ তৈরী করা।

৩. বিভিন্ন বয়েসী ও অবস্থার মানুষের জন্য উপযোগী বিভিন্ন মেয়াদী ইসলামী শিক্ষা কোর্সের আয়োজন করা। (এরাবিক / কোরানিক ভাষা ইত্যাদি) [অনলাইন /অফলাইন]

৪, ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য্য তুলে ধরা এবং বিশুদ্ধ ইসলামিক জ্ঞান, আকীদা, কর্মনীতি ও দৃষ্টিভঙ্গির প্রচার।

৫. ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূরীকরণ ও অপসংস্কৃতি প্রতিরোধ এবং শিরক-বিদ‘আত, প্রান্তিকতা ও উগ্রপন্থা নির্মূলে বাস্তবসম্মত ও কার্যকর নানামুখি উদ্যোগ গ্রহণ।

৬. বিষয় বিশেষে ইসলামের দৃষ্টিভঙ্গি ও নির্দেশনা তুলে ধরার লক্ষ্যে ওয়াজ – মাহফিল, মতবিনিময় এবং আলোচনা সভা আয়োজন।

৭. প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করা এবং স্বাস্থ্য সচতেনতামূলক তথ্য প্রচার।

৮. কোরআন-সুন্নাহ এর আলোকে চিকিৎসা পদ্ধতি প্রয়োগ ও  প্রচলনে কার্যকর উদ্যোগ গ্রহণ।

৯. ইসলাম চর্চায় উৎসাহী করতে নানান প্রজেক্ট, প্রতিযোগীতা ইত্যাদি আয়োজন করা।
(সিরাত পাঠ, কোরআন তাফসীর পাঠ, হাদিস পাঠ, কুরআন তেলাওয়াত, বিষয় ভিত্তিক  বক্তৃতা ও বিতর্ক, হামদ -নাত, মসজিদে জামায়াতে নামাজ আদায়, কল্যাণমুখী প্রযুক্তি উদ্ভাবন, সফল অভিভাবক ইত্যাদি)

১০. জনকল্যান মূখী উদ্ভাবনী কর্মকান্ডে গবেষণা ও প্রতিযোগীতা আয়োজন করা।

১১. ইসলাম ধর্ম প্রচারে কার্যকর ও উপযোগী উদ্যোগ গ্রহণ ও কর্মকান্ড পরিচালনা

১২. বিভিন্ন কারণে ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়ে ভিন্ন ধর্মে দীক্ষিত হয়ে যাওয়া দের ইসলামের পথে হেদায়েত এর জন্য কাউন্সেলিং সহ উপযুক্ত উদ্যোগ গ্রহণ।

১৩. শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গঠনে সহায়ক আদর্শ ইসলামিক সেন্টার / মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা ও পরিচালনা।

১৪. প্রাক প্রাথমিক স্তরে বুনিয়াদি শিক্ষা বিস্তারে মক্তব প্রতিষ্ঠা, পরিচালনা ও সহযোগীতা করা।

১৫. প্রাজ্ঞ আলেম ও নিবেদিতপ্রাণ দা‘য়ী ইলাল্লাহ গড়ে তুলতে কুরআন-সুন্নাহর মৌলিক শিক্ষা সম্বলিত আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান যেমন: স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠা ও পরিচালনা করা এবং প্রতিষ্ঠিত ও চলমান প্রতিষ্ঠানে অনুরূপ কার্যক্রমে প্রযোজ্য ক্ষেত্রে উপযোগিতা বিবেচনায় সহযোগীতা করা।

১৬. এতিমদের প্রতিপালন ও  শিক্ষাদানে এতিমখানা প্রতিষ্ঠা ও সহযোগীতা করা।

১৭. সুস্থ্য  দেহ, সুস্থ্য বিনোদন ও আত্মরক্ষায় শিক্ষামূলক কার্যক্রম উদ্যোগ গ্রহণ ও পরিচালনা। যেমনঃ ব্যায়াম অনুশীলন, অ্যাথলেটিক, সাঁতার,  স্কুবা-ডাইভিং, আর্চারী, জুডো – কারাতে, শুটিং, বক্সিং, বডি বিল্ডিং ইত্যাদি।

১৮. দুর্যুগ ও আপদকালীন উদ্ধার কর্মী প্রশিক্ষণ

১৯. প্রবাসে যেতে ইচ্ছুক ব্যক্তিবর্গের জন্য উপযোগী প্রশিক্ষণ

ঘ. সেবা কার্যক্রম

দারিদ্র্য বিমোচন ও পুনর্বাসন

১ আত্মনির্ভরশীলতার জন্য, বেকারত্ব দূরীকরণে, দারিদ্র্য বিমোচনে ও পুনর্বাসন কল্পে হস্তশিল্প, যন্ত্রশিল্প, আধুনিক প্রায়োগিক প্রযুক্তি, কৃষি, খামার ব্যবস্থাপনা, ইত্যাদি বিভিন্ন কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মমূখী শিক্ষা বিস্তারে কার্যক্রম পরিচালনা।

২. নিবেদিতপ্রাণ আলেম, ইমাম, মুয়াজ্জিন, মক্তবের শিক্ষক, ইসলামী প্রতিষ্টানের খাদেম, ইসলাম প্রচার ও প্রসারে নিয়োজিত দা‘য়ী ইলাল্লাহ গণের আর্থিক স্বচ্ছলতা বিধানে কার্যকর উদ্যোগ গ্রহণ

৩. দুঃস্থদের মধ্যে আত্মনির্ভরশীলতার জন্য উপার্জন উপকরণ বিতরণ।

৪. শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করার জন্য নানামুখী প্রশিক্ষণ ও সহায়তা প্রদান।

৫. পুনর্বাসন: ভিক্ষুক, পথশিশু, বাস্তহারা, তৃতীয় লিঙ্গ ইত্যাদি

৬. দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা ও পরিচালন

৭. নিরাপদ মাতৃত্ব ও সুস্থ্য শৈশব এর জন্য প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান, সচেতনতা প্রচার, সেবা প্রদান, পরিবেশ তৈরী ইত্যাদি ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ

৮. স্বল্প ও বিনা খরচে চিকিৎসা প্রদান, চিকিৎসা উপকরণ ও উপযোগ; রুগী পরিবহণ ইত্যাদি ব্যবস্থা করা

৯. সহজ লভ্য ও প্রাকৃতিক নিরাময় পদ্ধতি প্রচার প্রসার অনুশীলনে উদ্যোগ গ্রহণ

১০. প্রাকৃতিক ও নবায়ন যোগ্য শক্তির ব্যবহার প্রচার ও প্রসারে উদ্যোগ গ্রহণ

১১. স্বাভাবিক হাঁটা চলায় অসমর্থ নামাজী গণকে মসজিদে যাতায়াত সহজ করার লক্ষ্যে বিশেষায়িত ক্ষুদ্র যানবাহন উদ্ভাবন ও প্রচলন

১২. প্রাকৃতিক দূর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ-সহায়তা প্রদান।

১৩. রামাদান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ।

১৪. দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষে ঈদ-সামগ্রী বিতরণ।

১৫. দুঃস্থ বিধবাদের প্রযোজ্য সহায়তা প্রদান।

১৬. দুঃস্থ নও মুসলিমগণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।

১৭. দরিদ্র মৃতদেহ দাফন কার্যক্রম পরিচালনা করা।

১৮. পারিবারিক দ্বন্দ্ব ও অসহিষ্ণুতা দূরীকরনে ফ্যামিলি কাউন্সেলিং বিভাগ পরিচালনা।

১৯. অশ্লীলতামুক্ত নিরাপদ সমাজ গঠনে সামর্থহীন উপযুক্ত নর-নারী / যুবক-যুবতীর সহজে বিবাহের ব্যবস্থা করা ও বিবাহ পরবর্তী সংসার পরিচালনার জন্য উপযুক্ত প্রশিক্ষণ, উপকরণ ও কর্মসঙ্গস্থান ব্যবস্থা করা

২০. সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও জলাধার স্থাপন।

২১. পরিবেশ সুরক্ষা ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে সামাজিক বনায়ন ও  ফার্মিং  পদ্ধতিতে অধিক ফলনশীন ও অধিক অর্থকরী বৃক্ষরোপণ, সুপার ফুড-ফসল ইত্যাদি  উৎপাদন  ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা ।

২২. শুদ্ধ ও নিরাপদ কৃষি চর্চার প্রশিক্ষণ প্রচার ও প্রসার এ কার্যক্রম পরিচালনা ।

২৩. আধুনিক কবরস্থান স্থাপন ও ব্যবস্থাপনা

২৪. মুসাফিরখানা প্রতিষ্ঠা ও পরিচালনা;

২৫. শুধুমাত্র  ভ্রমণরত / পথিক নারী বান্ধব বিশ্রামখানা / শৌচাগার ও শিশুদের জন্য মাতৃদুগ্ধ পান (ব্রেস্ট ফিডিং) কক্ষ, নামাজ কক্ষ সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা।

২৬. বিশ্বের যেকোনো স্থানে / জনপদে  মজলুম মুসলিম উম্মার জন্য উপযুক্ত ও সম্ভবপর সহযোগিতা প্রদান।

২৭. অমুসলিম দ্বারা কোনো মুসলিম আক্রান্ত হলে তাকে সহযোগিতায় প্রয়োজনীয় উদ্ধার কার্যত্রুম পরিচালনা করা

২৮. মুসলিম উম্মার জান – মাল ও ধর্মীয় স্থাপনা সুরক্ষিত রাখতে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরী ও আক্রান্ত হলে উদ্ধার কার্যত্রুম পরিচালনা করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.