Islam (ইসলাম), Prayer (দোয়া), Religion (ধর্ম)

Collection of Prayers (দোয়ার সংকলন)

Collection of Prayers (দোয়ার সংকলন)

Authentic Supplications from the Qur’an and Sunnah

প্রিয়নবীর শেখানো কিছু দোয়া

*

স্বয়ং আল্লাহর রাসূল সা. এ দুআটি নিয়মিত চর্চা করতেন। দুআর কথাগুলো খুবই প্র্যাকটিকাল। আমাদের সবারই জীবনে কখনো কখনো এই অনুভূতিগুলো হয়। তাই দোয়াটি শিখে নিতে পারেন।

اللَّهُمَّ إنِّي أّعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ، وَمِنْ زَوْجٍ تُشَيِّبُنِي قَبْلَ المَشِيبِ، وَمِنْ وَلَدٍ يَكُونُ عَليَّ رَبّاً، وَمِنْ مَالٍ يَكُونُ عَلَيَّ عَذَابَاً، وَمِنْ خَلِيْلٍ مَاكِرٍ عَيْنُهُ تَرَانِي، وَقَلْبُهُ يَرْعَانِي؛ إِنْ رَأَى حَسَنَةً دَفَنَهَا، وَإِذَا رَأَى سَيِّئَةً أَذَاعَهَا.

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন যারিস সুউই, ওয়া মিন যাওযিন তু শাইবু্উনি কাবলাল মাসিব, ওয়ামিন ওয়ালাদিন ইয়া কুনু আলাইয়া রাব্বা, ওয়ামিন মালি ইয়াকুনু আলা আযাবা, ওয়া মিন খালিলি মাকিরিন আইনাহু তারানি ওয়া কালবুহু ইয়ারআ’নি ইনরা হাসনাতান দাফানাহা ওয়া ইযারা সাইয়্যেআতান আযাআ’হা

“হে আল্লাহ, আমি আপনার কাছে অসৎ প্রতিবেশি থেকে আশ্রয় চাই।
আমি আপনার কাছে এমন দাম্পত্য সঙ্গী/সঙ্গীনি থেকে আশ্রয় চাই যিনি আমাকে বয়সের আগেই বৃদ্ধ বানিয়ে দেবেন।
এমন সন্তান থেকে পানাহ চাই যে একটি সময়ে আমারই মনিব হতে চাইবে। আমাকে নিয়ন্ত্রণ করতে চাইবে।
এমন সম্পদ থেকে পানাহ চাই যা আমার জন্য বিরাট বোঝা হয়ে যাবে, শাস্তির কারণ হয়ে যাবে।
হে আল্লাহ, আমি আপনার কাছে এমন অসৎ সঙ্গী ও বন্ধু থেকে আশ্রয় চাই যিনি আমার ভেতর ভালো কিছু দেখলে তা গোপন করে আর কোনো দোষ দেখলে তা অন্যদের বলে বেড়ায়।”

O Allah, I seek refuge in You from a bad neighbor, and from a wife who causes my hair to turn grey even before old age, and from a son who becomes a master over me, and from a wealth that turns into a torment upon me, and from a cunning companion, whose eyes are upon me and whose heart is scheming against me, if he were to see something good [from me], he would bury it and if he sees something bad [from me] he would spread it.

Sources: (তাবরানি) Ad-Du‘aa’ Aṭ-Ṭabaraanee No# 1339

বালা-মুসিবত থেকে মুক্ত থাকতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতি ছোট্ট একটি দোয়া সব সময় (সকাল-সন্ধ্যায়) পড়তেন। আর তাহলো-
– يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ، أَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهُ، وَلَا تَكِلْنِيْ إِلى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ
উচ্চারণ : ‘ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছু, আসলিহ লি সাঅনি কুল্লুহু, ওয়া লা তাকিলনি ইলা নাফসি ত্বারফাতা আইনিন।’

অর্থ : ‘হে চিরঞ্জীব, হে সৃষ্টিকুলের নিয়ন্ত্রক, আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন, এক মুহূর্তের জন্যও আপনি আমাকে আমার উপর ছেড়ে দিয়েন না।’ (নাসাঈ, তিরমিজি, মুসতাদরাকে হাকেম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.