Boundaries of Obedience to Parents (মাতা-পিতার প্রতি আনুগত্যের সীমারেখা)
মাতা-পিতার প্রতি আনুগত্যের সীমারেখা
The Boundaries of Obedience to Parents
আল্লাহর নাফরমানির ক্ষেত্রে মাতা-পিতার কথা শুনা যাবে না
সূরা আনকাবুত ২৯ঃ৩
ব্যাখ্যাঃ অবশ্যই পিতামাতার অধিকার যে, ছেলে-মেয়েরা তাদের সেবা করবে, তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করবে এবং বৈধ বিষয়ে তাদের কথা মেনে চলবে। কিন্তু তাদেরকে এ অধিকার দেয়না যে, মানুষ নিজের জ্ঞানের বিরুদ্ধো তাদের অন্ধ অনুসরণ করবে। শুধমাত্র পিতামার ধর্ম বলেই ছেলে মেয়ের সেই ধর্ম মেনে চলার কোন কারণ নেই। সন্তান যদি এ জ্ঞান লাভ করে যে, তার পিতামাতার ধর্ম ভুল ও মিথ্যা, তাহলে তাদের ধর্ম পরিত্যাগ করে সঠিক ধর্ম গ্রহণ করা উচিত।
সন্তান যদি সঠিক পথ অবলম্বন করে থাকে এবং পিতামাতার বৈধ অধিকার আদায় করার ক্ষেত্রেও কোন প্রকার ত্রুটি না করে থাকে; আর পিতামাতা যদি কেবল পথভ্রষ্টতার ক্ষেত্রে তাদের সহযোগী না হওয়ার কারণে তাকে নির্যাতন করে থাকে, তাহলে তারা আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না।
বাহ্যিক আচরণ বজায় রেখে আল্লাহর কথাই মানতে হবে।
সূরা লুক্বমান ৩১ঃ১৫
পিতামাতা কুফরের প্রতি আকৃষ্ট হলে আন্তরিক বন্ধুত্ব রাখা যাবে না।
সূরা তাওবা ৯ঃ২৩
মাতা-পিতার বিপক্ষে হলেও ন্যায়ের সাক্ষ্য দিতে হবে।
সূরা নিসা ৪ঃ১৩৫
পিতৃপুরুষ ভুল পথে থাকলে তাদের অনুসরণ করা জায়েয নয়।
সূরা বাক্বারা ২ঃ১৭০