Alhaz Habib Ullah Waqf Estate
(আলহাজ্ব হাবিব উল্লাহ ওয়াক্‌ফ এস্টেট)
(প্রস্তাবিত)
[ওয়াক্ফ ফি লিল্লাহ]

[প্রযোজ্য ক্ষেত্রে বাংলা বানান / বাক্য ইত্যাদি পরবর্তীতে সংশোধন করা হবে]

 কাৰ্যক্রম / উদ্দেশ্যে 

প্রয়োজন ও উপযোগিতা বিবেচনায় এবং ওয়াক্ফ এস্টেট এর সামর্থ্য ও পরিকল্পনা মোতাবেক

ক. ইসলামী শরিয়া মোতাবেক শিক্ষা, দা’ওয়াহ ও সেবা ইত্যাদি সদকায়ে জারিয়া কার্যক্রম পরিচালনা করা / অনুরূপ কার্যক্রমে অংশগ্রহণ করা ।


খ. ‘ঈসালে সাওয়াব’ /
‘ইহদাউস সাওয়াব’ এর  জন্য দোয়ার মাহফিল

মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ, উনার প্রয়াত মা বিবি মরিয়ম, প্রয়াত বাবা মজিবুর রহমান এবং মৃত্যু পরবর্তীতে সহধর্মিনী সুফিয়া খাতুন, উনার মরহুম মা জোবেদা খাতুন এবং মরহুম বাবা আব্দুর রহিম সহ উভয়ের অগ্রজ / পূর্ববর্তী এবং অনুজ / পরবর্তী বংশধর এবং আত্মীয় – স্বজন; ওয়াক্ফ কারী ও তার পরিবার এবং উক্ত ওয়াক্ফ এস্টেট পরিচালন ও বাস্তবায়ন এর সাথে সংশ্লিষ্ট সকলের ও উনাদের পূর্ববর্তী ও পরবর্তী বংশধর সকলের পারলৌকিক মঙ্গল ও সওয়াবের জন্য দোয়ার মাহফিল আয়োজন করা।


গ. আর্থিক ও প্রযোজ্য উপকরণ-উপযোগ-সামগ্রী সুবিধা:

১. মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ এর সহধর্মিনী সুফিয়া খাতুন এর জীবদ্দশায় খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি মৌলিক চাহিদা পূরনে পাশে থাকার চেষ্ঠা করা।

২. মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ এর মা ও বোন এর জীবদ্দশায় খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি মৌলিক চাহিদা পূরনে পাশে থাকার চেষ্ঠা করা।

৩. মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ এর জীবিত বংশধর, আত্মীয় – স্বজন এর মাঝে যাদের সাহায্য-সহযোগীতা প্রয়োজন তাদের পাশে থাকার চেষ্ঠা করা।

৪. মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ এর জন্মস্থান (বাঞ্ছারামপুর থানা) ও মৃত্যূস্থান (ডেমরা থানা) এর আওতাধীন ইসলামিক প্রতিষ্ঠান সমূহ (মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান) এর প্রয়োজনে পাশে থাকার চেষ্ঠা করা।


ওয়াকফ এস্টেট পরিচালনার জন্য কমিটি

১. উপযুক্ত মোতাওয়াল্লি সাহেব ইসলামী শরিয়া মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ ও ওয়াকফ প্রতিষ্ঠান পরিচালনা করবেন।

ক. পরিচালনার জন্য বিভিন্ন বিষয়ে উপযুক্ত ব্যক্তি / বিশেষজ্ঞের পরামর্শ নিবেন
খ. তবে, কোনো সিদ্ধান্ত কার্যকর করার পূর্বে সংশ্লিষ্ঠ বিষয়ে জ্ঞানী এমন এক / একাধিক মুফতি / ইসলামিক উচ্চ শিক্ষায় শিক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব থেকে পরামর্শ নিবেন।
সেজন্য মুফতি / ইসলামিক উচ্চ শিক্ষায় শিক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব  সহযোগী হিসেবে রাখতে পারেন
গ. মরহুম হাবিব উল্লাহ এর জন্মস্থান (বাঞ্ছারামপুর থানা) হতে সহযোগী রাখতে পারেন, যার ওয়াকফ বিষয়ে শরীয়া জ্ঞান / ধারণা থাকবে / মোতাওয়াল্লি সাহেব কে প্রযোজ্য সহযোগিতা করতে পারবেন। 
ঘ. মরহুম হাবিব উল্লাহ এর বাসস্থান / মৃত্যূস্থান (ডেমরা থানা) হতে সহযোগী রাখতে পারেন, যার ওয়াকফ বিষয়ে শরীয়া জ্ঞান / ধারণা থাকবে / মোতাওয়াল্লি সাহেব কে প্রযোজ্য সহযোগিতা করতে পারবেন। 

২. মোতাওয়াল্লি সাহেব / অন্য সহযোগী ব্যক্তিবর্গ উনাদের বয়সজনিত, ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার কারণে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় গতি আনতে সংশ্লিষ্ট বিষয়ে শরীয়া জ্ঞান ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত জ্ঞান সম্পন্ন অপেক্ষাকৃত তরুণ / যুবক যুক্ত করতে পারেন।


কমিটির সদস্য নির্বাচন বিষয়ক নীতিমালা 

১. পরিচালক / মোতওয়াল্লী / প্রতিনিধি / সহযোগী সদস্য নির্বাচনে পরিবারতন্ত্র / বংশ পরস্পরা পরিহার করা হবে
২. মোতাওয়াল্লি / অন্য সহযোগী ব্যক্তিবর্গ শারীরিক ও মানসিক ভাবে সুস্থ এবং দক্ষতা ও প্রজ্ঞা র মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার উপযুক্ত থাকা পর্যন্ত বহাল থাকতে পারেন
৩. কোনো সদস্য পদ খালি হলে / হবার উপক্রম হলে মোতাওয়াল্লি সাহেব শরীয়া  বিশেষজ্ঞ এর সাথে পরামর্শ ক্রমে উপযুক্ত সদস্য স্থলাভিসিক্ত করবেন
৪. মোতাওয়াল্লি সাহেব শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকা অবস্থায় উনার পরবর্তী মোতাওয়াল্লি অনুসন্ধান ও বাছাই করে রাখবেন
৫. নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ওয়াকফ পরিচালনায় ওয়াক্ফকারী নিজে মোতওয়াল্লী / সহযোগী হিসেবে থাকবেন না। প্রয়োজনে / অনুরোধক্রমে পরিদর্শক ও পরামর্শক হিসেবে থাকতে পারেন।
৬. মরহুম হাবিব উল্লাহ এর ওয়ারিশগণ, বংশধরগণ এবং বৈবাহিক সূত্রে তাদের আত্মীয় কেউ কমিটির অন্তর্ভক্ত হতে পারবেন না
৭. মরহুম হাবিব উল্লাহ ও উনার সহধর্মিনী বৈবাহিক সম্পর্ক ব্যতীতই আত্মীয়। এইরূপ বৈবাহিক সম্পর্ক ব্যতীতই উভয়ের আত্মীয় হন বা এমন আত্মীয় এর বংশধরগণ এমন কেউ কমিটির সদস্য হতে পারবেন না