Kawsar-Farzana Waqf Estate (কাওছার-ফারজানা ওয়াক্‌ফ এস্টেট)
(প্রস্তাবিত)
[ওয়াক্ফ ফি লিল্লাহ-শুধু ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে সর্বসাধারণের জন্য যে ওয়াকফ করা হয়।]

[প্রযোজ্য ক্ষেত্রে বাংলা বানান পরবর্তীতে সংশোধন করা হবে]

 কাৰ্যক্রম / উদ্দেশ্যে

প্রয়োজন ও উপযোগিতা বিবেচনায় এবং ওয়াক্ফ এস্টেট এর সামর্থ্য ও পরিকল্পনা মোতাবেক

ক. আর্থিক ও প্রযোজ্য উপকরণ-উপযোগ-সামগ্রী সুবিধা:

ইসলামিক প্রতিষ্ঠান সমূহ (মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান) এর প্রয়োজনে পাশে থাকার চেষ্ঠা করা।

খ. ‘ঈসালে সাওয়াব’ / ‘ইহদাউস সাওয়াব’ এর  জন্য দোয়ার মাহফিল

ওয়াক্ফ কারী ও তার পরিবার এবং ওয়াক্ফ এস্টেট পরিচালন ও বাস্তবায়ন এর সাথে সংশ্লিষ্ট সকলের ও উনাদের পূর্ববর্তী ও পরবর্তী বংশধর সকলের পারলৌকিক মঙ্গল ও সওয়াবের জন্য দোয়ার মাহফিল আয়োজন করা।

গ. ইসলামী শরিয়া মোতাবেক শিক্ষা, দা’ওয়াহ ও সেবা ইত্যাদি সদকায়ে জারিয়া কার্যক্রম পরিচালনা করা / অনুরূপ কার্যক্রমে অংশগ্রহণ করা ।

 

ওয়াকফ এস্টেট পরিচালনার জন্য কমিটি
১. মোতাওয়াল্লি সাহেব ইসলামী শরিয়া মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ ও ওয়াকফ প্রতিষ্ঠান পরিচালনা করবেন।
ক. পরিচালনার জন্য বিভিন্ন বিষয়ে উপযুক্ত ব্যক্তি / বিশেষজ্ঞের পরামর্শ নিবেন
খ. তবে, কোনো সিদ্ধান্ত কার্যকর করার পূর্বে সংশ্লিষ্ঠ বিষয়ে জ্ঞানী এমন এক / একাধিক মুফতি / ইসলামিক উচ্চ শিক্ষায় শিক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব থেকে লিখিত পরামর্শ নিবেন। সেজন্য কমপক্ষে একজন মুফতি / ইসলামিক উচ্চ শিক্ষায় শিক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব  সহযোগী হিসেবে রাখবেন / রাখতে পারেন 

২. বয়সজনিত, ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার কারণে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় গতি আনতে সংশ্লিষ্ট বিষয়ে শরীয়া জ্ঞান ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত জ্ঞান সম্পন্ন অপেক্ষাকৃত তরুণ / যুবক যুক্ত করতে পারেন।

 

কমিটির সদস্য নির্বাচন বিষয়ক নীতিমালা