Portfolio
Munsi Mojibur Rahman Waqf Estate
(প্রস্তাবিত)
[ওয়াক্ফ ফি লিল্লাহ]
কাৰ্যক্রম / উদ্দেশ্যে
প্রয়োজন ও উপযোগিতা বিবেচনায় এবং ওয়াক্ফ এস্টেট এর সামর্থ্য ও পরিকল্পনা মোতাবেক
ক. ইসলামী শরিয়া মোতাবেক শিক্ষা, দা’ওয়াহ ও সেবা ইত্যাদি সদকায়ে জারিয়া কার্যক্রম পরিচালনা করা / অনুরূপ কার্যক্রমে অংশগ্রহণ করা ।
খ. ‘ঈসালে সাওয়াব’ / ‘ইহদাউস সাওয়াব’ এর জন্য দোয়ার মাহফিল
মরহুম মুন্সী মজিবুর রহমান, উনার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর, উনার প্রয়াত সহধর্মিনী বিবি মরিয়ম এবং আত্মীয় – স্বজন; ওয়াক্ফ কারী ও তার পরিবার এবং উক্ত ওয়াক্ফ এস্টেট পরিচালন ও বাস্তবায়ন এর সাথে সংশ্লিষ্ট সকলের ও উনাদের পূর্ববর্তী ও পরবর্তী বংশধর সকলের পারলৌকিক মঙ্গল ও সওয়াবের জন্য দোয়ার মাহফিল আয়োজন করা।
গ. আর্থিক ও প্রযোজ্য উপকরণ-উপযোগ-সামগ্রী সুবিধা:
১. মরহুম মুন্সী মজিবুর রহমান এর জীবিত সহধর্মিনী ও সন্তান গনের জীবদ্দশায় খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি মৌলিক চাহিদা পূরনে পাশে থাকার চেষ্ঠা করা।
২. মরহুম মুন্সী মজিবুর রহমান এর জীবিত বংশধর, আত্মীয় – স্বজন এর মাঝে যাদের সাহায্য-সহযোগীতা প্রয়োজন তাদের পাশে থাকার চেষ্ঠা করা।
৩. মরহুম মুন্সী মজিবুর রহমান এর মৃত্যূস্থান (বাঞ্ছারামপুর থানা) এর আওতাধীন ইসলামিক প্রতিষ্ঠান সমূহ (মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান) এর প্রয়োজনে পাশে থাকার চেষ্ঠা করা।